How to Write an SOP for a Ph.D. program
N.B: This writing has been written by Md Ikramul Hasan (Ph.D. at University of Maine, USA), who is the only owner of this content.
Statement of Purpose বা SOP ইউএসএ তে ভর্তির আবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সহজ কথায় বললে এটি অনেকটা নিজেকে প্রুফ করার মাধ্যম যে আমি যেই প্রোগ্রামে আবেদন করছি তার জন্য আমি একজন যোগ্য আবেদনকারী। SOP এর স্ট্রাকচার বা কনটেন্ট নিয়ে যথেষ্ট রিসোর্স আছে। তারপরেও আমার নিজের পিএইচডি এডমিশনের জন্য SOP লিখতে গিয়ে মনে হয়েছে কিছু বিষয়ে আমাদের একটু গ্যাপ রয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো একটি সুন্দর SOP লিখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1. SOP এর স্ট্রাকচারের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে যেন আমরা ভুলে না যাই যে আমার পুরো SOP টা একটা গল্পের মত হওয়া উচিত। একটি প্যারা পড়ে যেন আরেকটি প্যারা পড়তে ইচ্ছা হয়। রিভিউয়ারের মনে যেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার ভবিষ্যত ইচ্ছা এবং তাদের প্রোগ্রাম সেই ইচ্ছা পূরণের জন্য যে উপযুক্ত তার মধ্যে একটি সুন্দর কানেকশন তৈরি হয়।
2. আমরা বেশিরভাগ সময় Qualitative তথ্য দেই। কিন্তু আমাদের যদি সুযোগ থাকে আমাদের Quantitative তথ্যও দেওয়া উচিত। Quantitative ড্যাটা লিখাকে আরো স্ট্রং করে। যেমন কারো ক্লাসে ভাল পজিশন থাকলে সেইটা টপ কত পার্সেন্টের মধ্যে সেটা দিতে পারেন, আপনার রিসার্চে আপনি কোন সিগনিফিকেন্ট রেজাল্ট পেলে সেইটা আপনি কোয়ান্টিটিভলি পূর্বের রিসার্চের সাথে তুলনা করে দেখাতে পারেন, আপনি ল্যাবে সময় দিলে সপ্তাহে কত ঘন্টা সময় দিয়েছেন তা তুলে ধরতে পারেন, আপনার টিচিং এক্সপেরিয়েন্স থাকলে আপনার সপ্তাহে কত ঘন্টা সময় দেওয়া লাগত, আপনি যদি কোন সামাজিক কার্যক্রমে অংশ নেন তাহলে সেইটা কত মানুষকে প্রভাবিত করেছে এরকম করে নানাভাবে লিখাকে কোয়ান্টিফাই করা সম্ভব।
3. আমার বেশিরভাগ সময় শুধু ঘটনা বর্ণনা করি, এর ফলাফল আলোচনা করি না। ধরুন আপনি বিশ্ববিদ্যালয় জীবনে কোন একটি রিসার্চ প্রজেক্ট সম্পন্ন করেছেন অথবা একটা বিজ্ঞান ফেস্টিভাল এরেঞ্জ করেছেন। এখন আপনি যদি শুধু লিখেন ‘I completed this research project titled…. Or I organized this festival’ তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে এগুলো করে কি লাভ হয়েছে। আপনাকে সাথে ব্যাখ্যা করে দিতে হবে আমি এই রিসার্চ প্রজেক্টের মাধ্যামে এই এই শিখেছি, আমার রিসার্চ প্রজেক্টের আমার ফিল্ডে এই এই নতুন তথ্য এড করেছে এবং আমার প্রজেক্ট এই প্রবলেম নিরসনে কাজ করবে; আমি যে ফেস্টিভাল করেছি এর কারণে ছাত্রদের বা আমাদের দেশে বিজ্ঞান জনপ্রিয়করণে এই এই ভূমিকা রেখেছে। সব সময় আপনি যা লিখবেন তারপর মনে মনে প্রশ্ন করবেন ‘তাতে কি?’।
4. অনেক বিশ্ববিদ্যালয়ে ডাইভার্সিটি স্টেটমেন্ট নামে আলাদা একটি সেকশন থাকে। যদি না থাকে তাহলে অবশ্যই SOP তে আপনি ডাইভার্সিটি নিয়ে কথা বলতে পারেন এবং এইটাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। ডাইভার্সিটি খুবই বিশদ একটা বিষয় যেইটা আমার নিজেরও পর্যাপ্ত জ্ঞান নেই। সহজভাবে আপনার বিচিত্র ব্যাকগ্রাউন্ড কিভাবে ওই প্রোগ্রামকে নতুন কিছু দিতে পারে তা তুলে ধরা। ধরুন আপনি অনেক আর্থিক অস্বচ্ছলতার মধ্যে বড় হয়েছেন তারপরেও আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করেছেন তা তুলে ধরা- স্পেশিয়ালি আপনি যদি ফার্স্ট জেনারেশন কলেজ স্টুডেন্ট হন আপনি তা তুলে ধরতে পারেন। এখন সব ইউনিভার্সিটিই চায় তাদের স্টুডেন্টদের মধ্যে ডাইভার্সড ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকুক। ইন্টারনেটে যথেষ্ট রিসোর্স আছে এই বিষয়ে।
5. সব শেষে পুরো SOP তে এই মেসেজটা যেন ক্লিয়ার থাকে আপনি কেন পিএইচডি করতে চান এবং আপনি যেই প্রোগ্রামটির জন্য এপ্লাই করছেন সেটি কেন আপনার জন্য উপযুক্ত- তারা আপনি যা চাচ্ছেন তা দিতে পারবে এবং তারা একটি স্টুডেন্টদের মধ্যে যা চায় তা আপনিও দিতে পারবেন এবং তারা যেন বুঝতে পারে আপনি যেই প্রোগ্রাম সম্পর্কে, তাদের রিসার্চ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন।
নিচে কয়েকটি লিংক দিলাম আমার পয়েন্টগুলো আরো ডিটেইলসে বুঝার জন্য-
1. https://mitcommlab.mit.edu/broad/commkit/graduate-school-personal-statement/
2. https://grad.uchicago.edu/wp-content/uploads/2020/09/Guide-to-Diversity-Statements.pdf
Statement of Purpose Writing Service
We provide Statement of Purpose (SOP) writing service for university applications. This is our assurance that our quality writing will enhance your chance of getting admission/scholarship. Please discuss with us for more details!
References:
Md Ikramul Hasan's Facebook timeline: এখানে দেখুন।